সাহাবারা রাসূলুল্লাহ সা. এর আদেশ-নিষেধগুলো এমনভাবে পালন করতেন !
সাহাবারা রাসূলুল্লাহ সা. এর আদেশ-নিষেধগুলো এমনভাবে পালন করতেন !
সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ-নিষেধগুলো এমনভাবে পালন করতেন যে
এই ঘটনাগুলো পড়লে বিস্ময়ে হতভম্ব হয়ে যেতে হয়। এমন অনুগত হওয়া কিভাবে সম্ভব!!
আপনাদের এমন কয়েকটি ঘটনার উদাহরণ দিচ্ছি। একদা রাসূলুল্লাহ (স) কোনো এক অভিযানের সময় তাঁর তাঁবুতে অবস্থান করছিলেন। তিনি আদেশ দিয়েছিলেন কেউ যেন তাঁবুতে প্রবেশ না করে। কারণ, তখন হয়তো তিনি যুদ্ধের পরিকল্পনা করছেন। বিভিন্ন গ্রূপকে বিভিন্ন কাজ-কর্ম ভাগ করে দিচ্ছেন ইত্যাদি। সে সময় এক সাহাবার কোনো এক প্রয়োজনে তাঁর সাথে কথা বলার দরকার হয়। তো, তিনি তাঁবুর বাহিরে থেকে প্রবেশের অনুমতি চান। উনি বললেন- ইয়া রাসূলাল্লাহ! আমি কি তাঁবুতে প্রবেশ করতে পারি। রাসূলুল্লাহ (স) বললেন- হ্যাঁ। তখন ঐ সাহাবী বললেন- "ইয়া রাসূলাল্লাহ! আমি কি সমগ্র শরীর নিয়ে প্রবেশ করবো নাকি শুধু মাথা প্রবেশ করিয়ে কথা বলবো?" কারণ, আগে যে তাঁবুতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল তা নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন ছিলেন যে অনুমতি দেওয়া সত্ত্বেও তিনি ভীত ছিলেন।
আরেকটি উদাহরণ। একদা রাসূলুল্লাহ (স) মসজিদে খুৎবা দিচ্ছিলেন। খুৎবা প্রদানের সময় তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন- থামো। ঠিক সে সময় এক সাহাবী মাত্র মসজিদের দরজা দিয়ে প্রবেশ করছিলেন। তিনি জানতেন না কাকে উদ্দেশ্য করে এই "থামো" বলা হচ্ছে। তাই তিনি "থামো" শব্দটি শোনার সাথে সাথে দরজার মাঝখানেই থেমে গেলেন! এক কদমও আর এগুলেন না।
আরেকটি উদাহরণ। খাইবার যুদ্ধের সময় আলী ইবনে আবু তালিব (রা) এর ঘটনা। রাসূলুল্লাহ (স) আলী (রা) এর হাতে পতাকা তুলে দিয়ে বললেন- "এগিয়ে যাও। বিজয়ী না হওয়ার পর্যন্ত ফিরবে না। আল্লাহর নামে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো..." এভাবে তিনি বিভিন্ন কমান্ড প্রদান করলেন। আলী (রা) কয়েক কদম এগিয়ে গেলেন। তখনি তাঁর মনে একটি প্রশ্নের উদয় হলো। তিনি মুখ ঘুরানোর চিন্তা করছেন। কিন্তু সাথে সাথে রাসূলের আদেশের কথা মনে হলো যে, বিজয়ী না হওয়ার পর্যন্ত ফিরবে না। তাই তিনি মুখ না ঘুরিয়েই উচ্চ আওয়াজে জিজ্ঞেস করলেন- "ইয়া রাসূলাল্লাহ! তাদের নিকট আমি কী প্রস্তাব তুলে ধরবো?"
মূল পয়েন্ট হলো তিনি রাসূলুল্লাহর আদেশ এমন অক্ষরে অক্ষরে পালন করলেন যে, তিনি এমন কি মুখ ঘুরিয়েও প্রশ্নটি জিজ্ঞেস করলেন না। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন- "এগিয়ে যাও। বিজয়ী না হওয়ার পর্যন্ত ফিরবে না।"
সমগ্র সীরাত জুড়ে এরকম উদাহরণ ভুরি ভুরি। এজন্যই তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের মাত্র এক দশকের মধ্যেই তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুই দুইটি সাম্রাজ্যকে তছনছ করে দেন। আর এখন আমরা বিলিয়ন বিলিয়ন মানুষ হওয়া সত্ত্বেও কুফফাররা যার যেভাবে ইচ্ছা যখন তখন আমাদের দেশগুলো ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে।
যতদিন আমরা দাজ্জালি সভ্যতার মানসিক গোলামী থেকে বের না হবো, পরকালকে প্রাধান্য না দিবো এবং আমাদের দ্বীনকে শক্তভাবে আঁকড়ে না ধরবো ততদিন আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবেন না। কাশ্মীর, বসনিয়া, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, গাজা... এই লিস্ট শুধু বাড়তেই থাকবে।
-- ইয়াসির কাদির লেকচার অবলম্বনে
কোন মন্তব্য নেই