সময় অপচয় রোধ করবেন যেভাবে।
সময় অপচয় রোধ করবেন যেভাবে।
সে বলবে- আমার নিজের প্রতি কি যে দুঃখ হয়!! আমি কত যে সময় নষ্ট করেছি। 'ফাররাততু' মানে আমি মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলেছি অর্থহীন কাজে। আমি সবগুলো নষ্ট করে ফেলেছি; আল্লাহর প্রতি আমার কর্তব্যগুলো পালন না করে।
আমরা তাদের মত হতে চাই না। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না।
আল্লাহ সূরা আহকাফে বলেন- یَوۡمَ یَرَوۡنَ مَا یُوۡعَدُوۡنَ ۙ لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا سَاعَۃً مِّنۡ نَّهَارٍ ؕ - তাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হয়েছিল (অর্থাৎ দোজখের আগুন) যখন তারা তা দেখতে পাবে তারা তখন নিশ্চিত হয়ে যাবে তারা পৃথিবীতে এক ঘণ্টার বেশি জীবন পায়নি। (৪৬:৩৫) আক্ষরিক অর্থেই তারা এটা বলবে।
এরপর আল্লাহ বলেন 'বালাগ'। তোমাদের প্রতি এটি একটি সতর্কতা। এখানে বালাগ মানে মনোযোগ দিয়ে শোনো। সময়ের কথা উল্লেখ করার পর আল্লাহ বলেন এটার প্রতি মনোযোগ দাও। মানুষ শপথ করে বলবে তারা শুধু এক ঘণ্টার জীবন পেয়েছিল। 'বালাগ' আমি এখনি তোমাদের বলছি। সতর্ক হও। তাদের অন্তর্ভুক্ত হবে না।
প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের পূর্বের ধার্মিক মানুষেরা এটা ভালোভাবে বুঝেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন- "ঐ দিনের চেয়ে আর কোনোদিনই আমার কাছে বেশি অনুতাপের নয়; যেদিনের সূর্যাস্ত হয়ে গেলো, আমার জীবনকালও কমে গেলো কিন্তু আমার আখিরাতের জন্য উপকারী কিছু করলাম না।" হাসান আল বসরী মন্তব্য করেন- যে প্রজন্মের সাথে আমি বড় হয়েছি (অর্থাৎ সাহাবা এবং তাবেয়িরা) তারা তাদের সময়কে তার চেয়েও বেশি আগ্রহের সাথে কদর করতো যেভাবে তোমরা তোমাদের স্বর্ণ রৌপ্যের কদর করে থাকো।
তাই, সময় অপচয় রোধ করার জন্য সক্রিয়তার সাথে, ক্ষিপ্রতার সাথে পদক্ষেপ গ্রহণ করুন। তখন প্রত্যক্ষ করবেন আপনার হাতে প্রচুর সময় আছে। 'আমার হাতে সময় নেই' বলা বন্ধ করুন। সত্য কথা হলো- আপনি আমাকে যা যা করতে বলেন আমি তার চাইতে অন্য কিছুতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এটাই আসল কথা। আমি টিভি দেখাকে প্রায়োরিটি দিয়ে থাকি, আমি ইন্টারনেটে ঘুরাঘুরি করাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, আমি ফোনে সময় নষ্ট করাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি; পারিবারিক কাজ-কর্ম করার চেয়েও, অফিসের কাজ করার চেয়েও, বাড়ির কাজ করার চেয়েও, আল্লাহ আমাকে যা যা করতে বলেন তা করার চেয়েও।
নিজের প্রতি সৎ হোন। ব্যাপারটা এমন নয় যে আপনার হাতে সময় নেই। আসল ব্যাপার হলো আপনার প্রায়োরিটির লিস্টটা ভিন্ন।
- শায়েখ ইয়াসির কাদি
সুরা যুমারে আল্লাহ আমাদের বলেন। সাবধান হও। اَنۡ تَقُوۡلَ نَفۡسٌ یّٰحَسۡرَتٰی عَلٰی مَا فَرَّطۡتُّ فِیۡ جَنۡۢبِ اللّٰهِ - “যাতে কাউকে বলতে না হয়- হায় আফসোস! আমি আল্লাহর প্রতি (আমার কর্তব্যে) অবহেলা করেছিলাম, আর আমি তো ঠাট্টা বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।” (৩৯:৫৬) তার মত হবে না যে বলবে...এক ব্যক্তি এভাবে বলবে, আসলে অনেক ব্যক্তি এভাবে বলবে। তাদের মত হবে না।
কোন মন্তব্য নেই