বই পড়লে মনে থাকে না!?:


বই পড়লে মনে থাকে না|









বই;
আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম-
শাইখ! 
আমি বই পড়ি। 
কিন্তু বই শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।
শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন-
এটা চিবিয়ে খাও। আমি তাই করলাম।
শাইখঃ এখন শারিরীক কোন উন্নতি টের পাচ্ছো?
আমিঃ না তো!
শাইখঃ তুমি অনুভব না করলেও খেজুরটি
কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হয়েছে। 
ঠিক এমনিভাবে আমরা যখন কোন বই পড়ি তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে,
জ্ঞানকে সমৃদ্ধ করে,
চরিত্রকে শুদ্ধ করে,লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.