লাইলাতুল কদরের ব্যতিক্রমধর্মী আলোচনা !
লাইলাতুল কদরের ব্যতিক্রমধর্মী আলোচনা
আপনি এমন একটি লটারীর টিকেট কিনলেন। যার পুরস্কারের মূল্য টিকেটের মূল্যের চাইতেও লক্ষ কোটি গুন বেশী। অথচ আপনি নিশ্চিতভাবেই জেনে গেলেন যে। ১ থেকে ১০ পর্যন্ত সিরিয়ালের টিকেটের মধ্যেই যে কোন একটিতে অবশ্যই পুরস্কার রয়েছে। এটা একেবারেই নিশ্চিত। গ্যারান্টেড। আরো মজার বিষয় হচ্ছে। এই ১ থেকে ১০ পর্যন্ত সিরিয়ালের টিকেটগুলো আপনি এখনই কিনে নিতে পারছেন।
এখন বলুন। আপনি কি এই লক্ষ কোটি গুনের চাইতেও দামী পুরস্কারের ১০টি টিকেটের মধ্য থেকে একটি কিনে ভাগ্যকে ট্রাই করবেন। নাকি এরমধ্যে বেজোড় সংখ্যার টিকেট গুলো কিনবেন। নাকি পুরো ১০টি টিকেটই কিনে ফেলবেন। একেবারে নিশ্চিত পুরস্কার পাবার জন্য। এক্ষেত্রে আপনি যদি কোন রিস্ক না নেন। কোন সন্দেহ বা সংশয় না রাখেন। তাহলে নিশ্চয়ই সেটাই হবে বেশী বুদ্ধিমানের কাজ।
হাজার মাসের চাইতেও অধিক পূন্যময় রাত লাইলাতুল ক্বদর। আল্লাহ রাব্বুল আলামীন নিজেই এ রাতের মহিমা বর্ণনায় একটি স্বতন্ত্র সূরা নাজিল করে বলেছেন, 'ক্বদরের রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ' (৯৭:০৩)।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, 'যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সাওয়াব প্রাপ্তির প্রত্যাশায় এ রাতে রাত্রি জেগে ইবাদত-বন্দেগি করবে, তার পূর্ববর্তী জীবনের সকল পাপ মোচন করে দেয়া হবে।'
কোনটি ক্বদরের রাত? সে সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) কি বলেছেন:-
•‘‘রামাদ্বানের শেষ দশদিনে তোমরা ক্বদরের রাত তালাশ কর।’’ [বুখারী-২০২০; মুসলিম-১১৬৯]
•‘‘তোমরা রামাদ্বানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে ক্বদরের রাত খোঁজ কর।’’ [বুখারী-২০১৭]
•‘‘যে ব্যক্তি লাইলাতুল ক্বদর (ক্বদরের রাত) অন্বেষণ করতে চায়, সে যেন রামাদ্বানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে।’’ [বুখারী-২০১৫; মুসলিম-১১৬৫]
•উবাই ইবনে কাব হতে বর্ণিত- তিনি বলেন যে,
"আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল (সাঃ) আমাদেরকে যে রজনীকে ক্বদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রামাদ্বানের ২৭তম রাত।" [মুসলিম-৭৬২]
এখন আসুন। একটু চিন্তা করে সিদ্ধান্ত নেই। আমরা যদি শুধুমাত্র ২৭শে রাতকেই নিশ্চিত লাইলাতুল ক্বদর মনে করে রিস্ক নেই। তাহলে তো ক্ষতি আমাদের নিজেদেরই।
অন্যদিকে, একেবারে গ্যারান্টেড ও নিশ্চিত করে লাইলাতুল ক্বদর পেতে চাইলে। আমাদেরকে রামাদ্বানের শেষ দশদিনের সবগুলো রাতেই ক্বদরের নিয়ামত তালাশ করা উচিত নয় কি? এই সিদ্ধান্ত শুধুমাত্র ও একান্তই আমাদের নিজেদের।
কোন মন্তব্য নেই