ইসলামী সংগঠন কাকে বলে??

ইসলামী সংগঠন কাকে বলে

আপনি কি জানেন! সংগঠন কি?
অথবা কাকে বলে, বা সংগঠনের উপাদান কি ?? 


আসুন জেনে নেই,

 সংগঠন শব্দটির ইংরেজি প্রতিশব্দ organization যা organ শব্দ থেকে উৎপত্তি।

 শাব্দিক অর্থে বিভিন্ন অর্গান বা অঙ্গ কে একত্রীকরণ গ্রন্থায়ন ও একীভূত করুন বা আত্মিকরণ।


# আর পারিভাষিক সংজ্ঞা বলা হয়:- কিছুসংখ্যক মানুষের নির্দিষ্ট কোন লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য এক দেহ এক প্রাণ হয়ে কাজ করার সামষ্টিক কাঠামোকেই বলা হয় সংগঠন organization।


সংগঠনের উপাদান কি
উত্তর:- মানুষের সমাজে কোন কাজ করার জন্য যেসব সংগঠন সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তার কিছু উপাদান থাকে। আর এ পর্যায়ে আমরা সংগঠন বলতে ইসলামী সংগঠন কি বুঝাবো।

#আর ইসলামী সংগঠনের রয়েছে ৫ টি উপাদান।

যেমন:-

আদর্শ, উদ্দেশ্য, লক্ষ, কর্মসূচি ও কর্মপদ্ধতি : কুরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ, উদ্দেশ্য, লক্ষ ,কর্মসূচি ও কর্মপদ্ধতি।

নেতৃত্ব : কুরআন সুন্নাহ অনুসারী নেতৃত্ব।
কর্মী বাহিনী: কুরআন সুন্নাহর বাঞ্ছিত মানের কর্মীবাহিনী।

কর্মক্ষেত্র : সাধারণ ও বৃহত্তর কর্মক্ষেত্র সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মানুষ। কিন্তু প্রাথমিক কর্মক্ষেত্র, যারা যে দেশে জন্মেছে বা যে দেশে বসবাস করেছে, সেই দেশ এবং তার জনগণ।

পরামর্শ: পরামর্শ ভিত্তিক সকল কর্ম পরিচালনা।

মুহাসাবা: সংশোধন ও সংস্কার এর উদ্দেশ্যে সমালোচনা।


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.