Love Marriage V Arrange Marriage

স্যার Love ❤️ Marriage উত্তম নাকি Arrange Marriage উত্তম...?

অংকের এর টিচার কে যখন
ছাত্র প্রশ্ন করে যে,,,
স্যার Love Marriage উত্তম 
নাকি Arrange Marriage উত্তম...?
টিচার,,,
আমারা জানি বিবাহ দুই প্রকার
1.Love Marriage &
2.Arrange Marriage
Love Marriage এর অপর নাম Pream Marriage
মনে করি,
Arrange Marriage= AM....(1)
Prem Marriage=PM....(2)
এখন,
🕓AM মানে রাত ১২ থেকে দিন ১২ পর্যন্ত।
অর্থাৎ,যার শুরু অন্ধকার,
কিন্তু শেষ হয় উজ্জল আলোয়।
🕓PMমানে দিন ১২থেকে রাত ১২পর্যন্ত।
অর্থাৎ, যার শুরুতে থাকে উজ্জ্বল আলো,
কিন্তু শেষ হয় ঘুটঘুটে অন্ধকার দিয়ে।
এখন,
(1)নং সমীকরণ কে AM এবং(2)নং সমীকরণ কে PM এর সাথে তুলনা করে পাই,
Arrange Marriage এর শুরুতে অন্ধকার থাকলেও শেষ হয় উজ্জল আলোয়। 
অন্যদিকে,
Prem Marriage এর শুরুতে উজ্জ্বল আলো থাকলেও শেষ হয় ঘুটঘুটে অন্ধকারে। 
তাই আমরা বলতে পারি...
Love Marriage এর অপেক্ষা 
Arrange Marriage উত্তম। 
(প্রমানিত)

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.