প্রতিদিন দান করুন.

প্রতিদিন দান করুন

দান শুধু অর্থকড়ি আর টাকা পয়সার সাথে সম্পর্কিত নয়। যার দান করার মতো অর্থকড়ি নেই, ইসলামের উদার নীতিতে তিনিও বড় দানশীল হতে পারেন। দান অতি বড় পুণ্যের কাজ। প্রতিদিন দান করুন। পুণ্য সঞ্চয় করুন। ইসলামের দৃষটিতে-
০১. প্রতিটি ভালো কথা একটি দান।
০২. প্রতিটি ভালো উপদেশ একটি দান।
০৩. কোনো ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলা দান।
০৪. অন্ধকে পথ চলতে সাহায্য করা একটি দান।
০৫. পথহারাকে পথ প্রদর্শন করা একটি দান।
০৬. বয়স্কদের সম্মান করা একটি দান।
০৭. ছোটদের স্নেহ করা একটি দান।
০৮. দু:খীর মুখে হাসি ফোটানো একটি দান।
০৯. কারো জন্যে কল্যাণের দোয়া করা একটি দান।
১০. কাউকেও উত্তম শিক্ষাদান করা একটি দান।
১১. কাউকেও দীনের জ্ঞানদান করা একটি দান।
১১. পিপাসীকে পানি পান করানো একটি দান।
১২. রোগীকে দেখতে যাওয়া একটি দান।
১৩. রোগীর কপালে হাত বুলিয়ে দেয়া একটি দান।
১৪. সামান্য কথা কাজ দিয়ে সাহায্য করাও একটি দান।
১৫. কারো কল্যাণে কিছু সময় দেয়া একটি দান।
১৬. সহানুভূতিশীল কথা বলাও একটি দান।
১৭. কারো সমস্যার কথা শোনা একটি দান।
১৮. কারো অনিষ্ট দূর করে দেয়া একটি দান।
১৯. কোমল কথা বলা একটি দান।
২০. সহৃদয়তা প্রকাশ করা একটি দান।
২১. ক্ষমা করে দেয়া একটি দান।
২২. কারো দু:খে দু:খী হওয়া একটি দান।
২৩. কারো আনন্দে আনন্দিত হওয়া একটি দান।
২৪. রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো একটি দান।
২৫. সুপরামর্শ দেয়া একটি দান।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.