একেই_বলে_প্রকৃত_ভালবাসা!!


একেই_বলে_প্রকৃত_ভালবাসা

স্বামীর_প্রতি_স্ত্রীর_অভিযোগ 

স্বামী -স্ত্রী , দুজনে রাতের খাবার এক সাথে খেয়ে ঘুমাতে গেলো,
স্ত্রী কোন কথা না বলে চুপ করে রুমে গিয়ে শুয়ে পরল।
স্বামী-স্ত্রীকে বলল কি হয়েছে তোমার! 
স্ত্রী:-একটু অভিমান করে বলল,আমার কিছু হয়নি,
স্বামী:- সত্যি করে বল,তোমার কিছু হয়নি!?
স্ত্রী:-আরো একটু বেশি অভিমান নিয়ে বলল,না আমার কিছু হয়নি।
স্বামী অপর পাশে গিয়ে শুয়ে পরলেন,,,
কিছুক্ষন পর স্বামী লক্ষ করে দেখলেন স্ত্রী কান্না করতেছে,
স্বামী:-এই পাগলি কি হয়েছে তোমার ? কেন কান্না করতেছো? প্লিজ বল আমাকে,
স্ত্রী:- এ কথা শুনে স্বামীকে বুকে ঝরিয়ে ধরে আরো অঝরে কান্না করতে লাগলো,কিছুতেই কান্না থামছে না,স্বামী অনেক অনুরোদ করার পর ,,
স্ত্রী কাদো কাদো কন্ঠে বলতেছে, 
স্ত্রী:-আজ তুমি আমাকে ভালবাসা কম দিয়েছো,আদর কম করেছো,আজ বাহিরে যাওয়ার সময় কপালে চুমু দাওনি,ঝরিয়ে ধরনি,বাহির থেকে আসার পরও কপালে চুমু দাওনি ঝরিয়ে ধরনি,তোমার এই ভালবাসা কমে যাওয়াটা আমি সহ্য করতে পারছি না,আমি টাকা-পয়সা,সোনা-দানা,বাড়ি-গাড়ি কিছুই চাই না,আমি শুধু তোমার ভালবাসা চাই,প্লিজ তোমার ভালবাসার দ্বারা আমাকে আগলে রেখো,
স্বামী স্ত্রীকে বুকে ঝরিয়ে ধরে চোখের পানি ছেরে দিয়ে বলছে ,আজকের মত আমাকে ক্ষমা করে দাও "ইনশা আল্লাহ" ,আর কখনো তোমাকে ভালবাসা কম দিবো না,
স্ত্রী :- ওগো স্বামী তুমি কেন কান্না করতেছে,?
স্বামী :- আমি কান্না করতেছি আল্লাহর ভয়ে,তোমার এই অভিযোগ যদি আল্লাহর দরবাবে চলে যায় ,তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবো,
স্ত্রী:- তোমার কথা আমি আল্লাহর কাছে কখনো অভিযোগ করি না "ইনশা আল্লাহ" কখনো করবও না কারন তুমি আমার জান্নাতের সাথী!!
#একেই_বলে_প্রকৃত_ভালবাসা

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.